স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তান আমল(১৯৪৭-১৯৫৮)

 ১৯৪৭ সাল-

১৮ জুলাই- ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয়। ১৪ আগস্ট-খাজা নাজিম উদ্দিনের নেতৃত্বে বাংলা প্রাদেশিক মন্ত্রিসভা মন্ত্রিসভা গঠিত হয় ২ রা সেপ্টেম্বর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিশ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠিত হয়। ১৫ সেপ্টেম্বর-তমুদ্দিন মজলিস পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু বিষয়ক পুস্তিকা প্রকাশ করে। ১ অক্টোবর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এ এস এম নূরুল হক ভূঁইয়া কে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।
প্রথম পাক ভারত যুদ্ধ সংঘটিত হয় ২১ শে অক্টোবর।

You sent Yesterday at 11:44

১৯৪৮ সাল ২৩ ফেব্রুয়ারি - পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন। ২৬ ফেব্রুয়ারি- প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর তীব্র সমালোচনা করলে ২৬ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট পালিত হয় ২ মার্চ- শামসুল আলম কে আহ্বায়ক করে দ্বিতীয়বারের মতো গঠন করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।তবে এবার এর নাম বদলে হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে গঠন করা হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ১১ মার্চ- ঢাকায় বিক্ষোভ ও ধর্মঘট পালিত হয় ১৩ মার্চ- সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয় ১৫ মার্চ- পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে ৮ দফা চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে খাজা নাজিমুদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য গণপরিষদের প্রস্তাব উত্থাপনের প্রতিশ্রুতি দেন ২১ মার্চ ২৪ মার্চ- ২১ মার্চ রেসকোর্স ময়দানে এবং ২৪ মার্চ কার্জন হলে বিশেষ সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ১১ সেপ্টেম্বর- গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু হলে খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হন।

You sent Yesterday at 12:12

১৯৪৯- ২৩ জুন- ঢাকার রোজ গার্ডেনে এক রাজনৈতিক কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক শামসুল হক প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক ছিলেন শেখ মুজিবুর রহমান।955 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করে।

You sent Yesterday at 12:21

১৯৫০ ১৬ ফেব্রুয়ারি- ১৬ ফেব্রুয়ারি পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পূর্ববাংলার আইনসভা কর্তৃক গৃহীত হয় এবং ১৬ মে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেলের সম্মতিক্রমে আইনের মর্যাদা লাভ করে। ১১ মার্চ- আব্দুল মতিনকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বা কমিটি গঠন করা হয়।

You sent Yesterday at 12:24

১৯৫১- ১৬ অক্টোবর- রাওয়ালপিন্ডিতে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যু হলে খাজা নাজিমুদ্দিন কখনো জানালো পথ ছেড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

You sent Yesterday at 14:48

১৯৫২- ২৬ জানুয়ারি- পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা দেন ঢাকায়। ৩০ জনুয়ারি- কাজী গোলাম মাহবুব এর নেতৃত্বে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়। ২০ ফেব্রুয়ারি- ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নুরুল আমিন ১৪৪ ধারা জারি করা এবং সভা-সমাবেশ নিষিদ্ধ করে। ২১ ফেব্রুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে থাকে। পুলিশের গুলিতে রফিক শফিক জব্বার সহ অনেকে নিহত হন। -একুশে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ ২৩ ফেব্রুয়ারি- প্রথম শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা মাহবুবুর রহমান।

You sent Yesterday at 19:38

১৯৫৩- ৪ ডিসেম্বর- পূর্ব পাকিস্তান মুসলিম লীগের বিপক্ষে সমমনা চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয় । এগুলো হলো আওয়ামী মুসলিম লীগ (মাওলানা ভাসানী) কৃষক শ্রমিক পার্টি (একে ফজলুল হক ) নিজামী ইসলাম (মাওলানা আতহার আলী) বামপন্থী গণতন্ত্র( হাজী দানেশ)

You sent Yesterday at 19:51

১৯৫৪- ১০ মার্চ- পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন হয়। ৪ এপ্রিল- যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করে চার এপ্রিল ১৯৫৪ সালে শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে । ৯ মে- পাকিস্তান গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে একটি বিল পাস করে। ২৪ অক্টোবর- পাকিস্তান গণপরিষদ বাতিল হয়। ৩০ মে- গভর্নর-জেনারেল গোলাম মোহাম্মদ নেতৃত্বে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়।

You sent Yesterday at 19:52

১৯৫৫- আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নামকরণ করা হয়।

You sent Yesterday at 20:01

১৯৫৬- ৯ জানুয়ারি- গণপরিষদে পাকিস্তান শ্বসনতন্ত্র বিল উত্থাপন হয়। ২৯ ফেব্রুয়ারি- পাকিস্তান শ্বসনতন্ত্র বিডিটি গণপরিষদের পাস হয়। ২৩ মার্চ- ইসলামী পর্যন্ত সংবিধান কার্যকর হয়। -পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয়। ১২ সেপ্টেম্বর- শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। -বাংলা ভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় ১৯৫৬ সালে -একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন।

You sent Yesterday at 20:03

১৯৫৭- ৭ ফেব্রুয়ারি- আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধায়নে টাঙ্গাইল জেলার সন্তোষে ১৯৫৭ সালে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় কাগমারী সম্মেলন সম্মেলন।
You sent Yesterday at 20:07
১৯৫৮- ৭ অক্টোবর- প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করেন এবং ইসলামি প্রজাতন্ত্র সংবিধান বাতিল হয়। ২৭ অক্টোবর- ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন জেনারেল আইয়ুব খান।

No comments

Theme images by luoman. Powered by Blogger.