স্বাধীনতা পূর্ববর্তী পাকিস্তান আমল(১৯৬০-১৯৭০)
১৯৬০-
২৩ মার্চ- প্রেসিডেন্ট আইয়ুব খান সামরিক শাসন প্রত্যাহার করেন।
মৌলিক গণতন্ত্রের আস্থাভোটে পাকিস্তানের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান।
You sent Yesterday at 20:24
১৯৬২-
-পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্র ঘোষণা করা হয়
-পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদ স্থানান্তর করা হয়।
You sent Yesterday at 20:26
১৯৬৫-
দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয় ১৫ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর।
১৯৬৫-
২ জনুয়ারি-
মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন আইয়ুব খান।
You sent Yesterday at 20:28
১৯৬৬-
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরি বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা ছয় দফা আন্দোলন নামে পরিচিত।
You sent Yesterday at 20:29
১৯৬৮-
৩ জনুয়ারি-
শেখ মুজিবকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।
You sent Yesterday at 20:40
১৯৬৯-
৫ জানুয়ারি-
কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
২০ জানুয়ারি-
শহীদ আসাদ নিহত হন
২৪ জানুয়ারি-মতিউর রহমান নিহত হন।
১৫ ফেব্রুয়ারী-
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হক কে গুলি করে হত্যা করা হয়
১৮ ফেব্রুয়ারি-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ শামসুজ্জোহা
২২ ফেব্রুয়ারি-
আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার হয়।
১০ মার্চ-
পাকিস্তানের শাসনতান্ত্রিক সমস্যা সমাধান করার জন্য রাজনৈতিক নেতাদের মধ্যে গোলটেবিল বৈঠক ডাকা হয় রাওয়ালপিন্ডিতে।
২৫ মার্চ-
আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করেন মোহাম্মদ ইয়াহিয়া খান হাতে।
-পাকিস্তানের দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয়।
You sent Yesterday at 20:43
১৯৭০ -
৭ ডিসেম্বর-
পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে ১৬৯ দর্শনের মধ্যে আওয়ামী লীগ আসন পায় ১৬৭।
১৯ ডিসেম্বর-
আওয়ামী লীগ ৩১০ টি আসনের মধ্যে ২৯৮ আসন পায়।
No comments