বাংলাদেশে ক্যাডারদের পদকক্রম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্রম (BCS)

  1. সচিব 
  2. অতিরিক্ত সচিব
  3. মহাপরিচালক
  4. পরিচালক
  5. সিনিয়র সহকারী সচিব 
  6. সচিব 

পররাষ্ট্র ক্যাডারের পদক্রম (BCS)

  1. Ambassador / High Commissioner 
  2. Minister 
  3. Counselor
  4. First Secretary  
  5. Second  Secretary  
  6. Third Secretary  or Assistant Secretary  

প্রশাসন ক্যাডারের সচিবালয়ের পদক্রম (BCS)
  1. সিনিয়র সচিব 
  2. সচিব 
  3. অতিরিক্ত সচিব 
  4. যুগ্ম সচিব 
  5. উপ সচিব 
  6. সিনিয়র সহকারী সচিব 
  7. সহকারি সচিব 


প্রশাসন ক্যাডারের পদক্রম (BCS)

  1. বিভাগীয় কমিশনার 
  2. অতিরিক্ত বিভাগীয় কমিশনার 
  3. জেলা প্রশাসক 
  4. সিনিয়র সহকারী সচিব বা অতিরিক্ত জেলা প্রশাসক
  5. সহকারী কমিশনার

পুলিশ ক্যাডারের পদক্রম সমূহ (BCS)
  1.  মহাপুলিশ পরিদর্শক ( I.G.P.)
  2. অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (Add. I.G.)
  3. উপ-মহাপুলিশ পরিদর্শক (D.I.G.)
  4. অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (Add. D.I.G.)
  5. পুলিশ সুপার (S.P.)
  6. অতিরিক্ত পুলিশ সুপার (Add. S.P.)
  7. সিনিয়র সহকারী পুলিশ সুপার (Sr. S.P.)
  8. সহকারী পুলিশ সুপার (A.S.P.)

 শুল্ক ও আবগারী ক্যাডারের পদক্রম (BCS)
  1. জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ
  2. কমিশনার 
  3. অতিরিক্ত কমিশনার 
  4. যুগ্ম কমিশনার 
  5. উপ-কমিশনার 
  6. সহকারী কমিশনার 

কর ক্যাডারের পদক্রম (BCS)
  1. জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যগণ 
  2. কর কমিশনার 
  3. অতিরিক্ত কর কমিশনার 
  4. যুগ্ম কর কমিশনার
  5. উপ-কর কমিশনার 
  6. সহকারী কর কমিশনার 
হিসাব ও নিরীক্ষক ক্যাডারের পদক্রম (BCS)
  1. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  2. হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  3. উপ হিসাব  নিরীক্ষক ও নিয়ন্ত্রক 
  4. অতিরিক্ত উপ হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 
  5. সরকারি হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 

ইকোনমিক ক্যাডারের পদক্রম (BCS)
  1. বিভাগীয় প্রধান 
  2. যুগ্ম প্রধান 
  3. উপপ্রধান 
  4. ঊর্ধ্বতন সহকারী প্রধান
  5. সহকারী প্রধান 

No comments

Theme images by luoman. Powered by Blogger.