উন্নতজাতের ফসলের জাত

ধান - 

হীরা, মালা,মুক্তা,বিপ্লব, ব্রিশাইল, দুলাভােগ, ইরাটম, আশা, প্রগতি, ব্রি  হাইব্রিড ধান ১, বাউ-১৬, আলােক-৬২১০, সােনার বাংলা-১, সুপার রাইস প্রভতি।


গম- 

দোয়েল, শতাব্দী, অগ্রণী, সােনালিকা, বলাকা,আনন্দ, আকবর, কাঞ্চন।


ভুট্টা

বর্ণালী, শুভ্রা, উত্তরণ ( ছন্দ- হাইড্রোজেন বর্ণালী উত্তরণ করলে শুভ্রাা দেখা যায়)



তেলবীজ -

 সফল, অগ্রণী, কিরণী ডি এস -১ ( তেল দিলে সফল এবং অগ্রণী হয়ে কিরণী দেওয়া যায়)

তুলা - 

সিবি-১০, রূপালী, ডেলফোজ। ( রুপার সিভি ডেল হইল ) 


তামাক - 

সুমাত্রা ও ম্যানিলা ।


আলু -  

ডায়মন্ড, কার্ডিনেল, কুফরী ও সিন্দুরী 

মহানন্দা, মােহনভােগ, ল্যাংড়া, গােপালভােগ পদ্মা


আম- 

মহানন্দা, মােহনভােগ, ল্যাংড়া, গােপালভােগ পদ্মা


তরমুজ-

পদ্মা


মরিচ - 

যমুনা


টমেটো- 

বাহার, মিন্টো,অপূর্ব,মানিক, রতন,শ্রাবণী,সিঁদুর,ঝুমকা।


বাঁধাকপি -

 গোল্ডেন ক্রস, কে ওয়াই ক্রস, গ্রিন এক্সপ্রেক্স, অ্যাটনাম—৭০, ড্রাম হেড । 


বেগুন - 

ইওরা, শুকতারা তারাপুুরী।

ংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান (বিনা)।। বিনাশাইল ধান উদ্ভাবন করে—বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠা বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় ময়মনসিংহ জেলায়। বাংলাদেশে ধানের শ্রেণীভেদ—৩টি । যথা-আউশ, আমন, বােরাে। বাতলাদেশ ধান উৎপাদনের পরিমাণ—৩৬২.৭৯ কোটি মেট্রিক টন (২০১৯-২০ অথবহ

থেকে।

ভারত থেকে (ব্র্যাক আমদানি করেছে)।

২০১৯-২০ অর্থবছর)। সূত্র : USDA Report/

No comments

Theme images by luoman. Powered by Blogger.