বাংলাদেশ কৃষিজসম্পদ
বাংলাদেশে মোট জমির পরিমাণ—১,৪৫,৭৭,৭৭১ হেক্টর।
(এয়র হেক্টর হিসাব
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
১ হেক্টর = ২.৪৭ একর
১ হেক্টর = ৭.৪৭ বিঘা
১ হেক্টর = ১০০ এয়র)
মোট কৃষি জমির পরিমাণ—১,২১,৭৬,৯০৪ হেক্টর।
মোট ফসলি বা আবাদযােগ্য জমি— ৮৭,৫১,৯৩৭ হেক্টর।
এক ফসলি জমি— ২৩,৫৪,৮২১.৭৪ হেক্টর।
জিডিপিতে কৃষি খাতের অবদান – ১৩.৬০% (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯); [BBS-এর তথ্য মতে, চড়ান্ত ব ১০১৮-১৯ অর্থবছরে এ খাতের অবদান ১৩.৬৫%।।
বর্তমানে মাথাপিছু আবাদি জমির পরিমাণ—০.১৫ একর।
পরােক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল—৮০ ভাগ লােক।
দেশে খাস জমির পরিমাণ—২ লক্ষ ৬০ হাজার ৩৫৭ হেক্টর।
খরিপ শস্য’ বলতে বােঝায়—গ্রীষ্মকালীন শস্যকে।
রবিশস্য’ বলতে বােঝায়—শীতকালীন শস্যকে।
জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত— গাজীপুর।
বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার অবস্থিত—ঈশ্বরদী, পাবনা।
দেশের বৃহত্তম দত্তনগর কৃষি খামার’ অবস্থিত–ঝিনাইদহ জেলার মহেশপুর ।
দত্তনগর কৃষি খামার’ কার্যক্রম শুরু করে ১৯৬২ সালে (আয়তন ২৩৩৭ একর)।।
স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম—ফাইটো হরমােন ইনডিউসার)
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়—১৯৭৭ সালে ।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয়—৫ এপ্রিল ১৯৭৩।
প্রথম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হয়— ১৯৭৬ সালে (বাংলা ১৩৮৩ সালে), তখন এ পুরস্কারেরনাম ছিল রাষ্ট্রপতি কৃষি পুরস্কার।
সার্ক কৃষি তথ্যকেন্দ্র (SAIC) অবস্থিত ফার্মগেট, ঢাকা (প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে)।
শস্যভাণ্ডার হিসেবে পরিচিত জেলা– বরিশাল।
স্বর্ণা সার আবিষ্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ড. আব্দুল খালেক
তুলা উন্নয়ন বাের্ডের সদর দপ্তর ফার্মগেট, ঢাকা (গঠন ১৪ ডিসেম্বর ১৯৭২)।
দেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (BSRTI) অবস্থিত – রাজশাহীতে ।
বাংলাদেশের ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত - ঈশ্বরদীতে (প্রতিষ্ঠা ১৯৮৭ )
২০১২ সালে বাংলাদেশে আফ্রিকার যে দেশে প্রথম কৃষি কাজ শুরু করে - সেনেগাল
BARI এর পূর্ণরূপ হচ্ছে - Bangladesh Agricultural Research Institute.
No comments