হুসেন শাহী যুগ
- ১৪৯৩ সালে হাবশি সুলতান-শামসউদ্দিন মোজাফফর শাহ এর "হাবশী শাসনের" আবসান ঘটায় ---- শামসউদ্দিন মোজাফফর শাহ এর "উজির সৈয়দ হুসেন"
- আলাউদ্দিন শাহ উপাধি ধারণ করে উজির সৈয়দ হুসেন --- "আলাউদ্দিন হুসেন শাহ" নাম করণ করেন এবং বাংলার সিংহাসনে বসেন
- "হুসেন শাহী" নামে নতুন রাজবংশের শাসনপর্ব শুরু করেন
- ১৪৯৩-১৫৩৮ সাল পর্যন্ত এ বংশের ৪জন সুলতান বাংলায় রাজত্ব করেন
- ১) আলাউদ্দিন হুদেন শাহ, ২) নাসিরউদ্দিন নুসরত শাহ, ৩) আলাউদ্দিন ফিরুজ শাহ, ৪) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
আলাউদ্দিন হুসেন শাহ (১৪৯৩-১৫১৯-- ২৬ বছর)
- সেনপতি - পরাগল খান ও ছুটি খান
- পৃষ্ঠপোষকতা লাভ করেন- বিদজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, যশোরাজ খান প্রমুখ।
- গৌড়ের ছোট সোনা মসজিদ ও গুমতিদ্বার নির্মিত করেন
- "বাংলাদেশের আকবর" বলা হতো
- হুসেন শাহী বংশের মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন
- রাজধানী- একডালা
- নৃপতি তিলক, জগৎ ভূষণ ও কৃষ্ণাবন উপাধিতে ভূষিত হন
- শাসন আমলকে- মুসলমান শাসনের ইতিহাসের "স্বর্ণযুগ" বলা হয়
আলাউদ্দিন শাহের আমলের মুদ্রা |
নাসিরউদ্দিন নুসরত শাহ (১৫১৯-১৫৩২)
ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র
উপাধি ছিল- আবুল মুজাফফর নুসরত শাহ
অবদান রাখেন- গৌড়ের "বারদুয়ারী বা বড় সোনা মসজিদ" স্থাপত্য শিল্পে এবং
"কদম রসুল মসজিদ" স্থাপত্য শিল্পে এবং বাগেরহাট এর "মিঠা পুকুর" এর নির্মাতা
বড় সোনা মসজিদ কদম রসুল মসজিদ, ,গৌড় , মালদা কদম রসুল
নাসিরউদ্দিন নুসরাত শাহের তাম্র মুদ্রা
আলাউদ্দিন ফিরুজ শাহ ও গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
নুসরত শাহ এর মৃত্যুর পর তার পুত্র বাংলার সিংহাসনে বসেন-আলাউদ্দিন ফিরুজ শাহ
আলাউদ্দিন ফিরুজ শাহ এর শাসনকাল - মাত্র ৯ মাস
আলাউদ্দিন ফিরুজ শাহ কে হত্যা করেন - তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
হোসেন শাহি রাজবংশের সর্বশেষ সুলতান - গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
No comments